33.2 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

অল-স্টার ম্যাচে না খেলার শাস্তি, এক ম্যাচের নিষেধাজ্ঞায় মেসি ও আলবা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন লিওনেল মেসি। শুক্রবার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে মেজর লিগ সকার (এমএলএস)। একই শাস্তি পেয়েছেন ইন্টার মিয়ামির আরও এক তারকা, জর্দি আলবা।

গত বুধবার মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টার দলের বিপক্ষে মাঠে নামে এমএলএস অল-স্টার একাদশ। সে  ম্যাচে স্কোয়াডে থাকলেও মেসি ও আলবা দুজনই খেলেননি। অথচ তারা কেউই চোটে ভোগেননি। ফলে নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া অল-স্টার ম্যাচে না খেলায় পরবর্তী ক্লাব ম্যাচে মাঠে নামতে পারবেন না তারা।

এমএলএস জানায়, “লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি অল-স্টার ম্যাচে পূর্বানুমতি ছাড়া না খেলেন, তবে তিনি তার ক্লাবের পরবর্তী ম্যাচে অংশ নিতে পারবেন না।”

ফলে ইন্টার মিয়ামির হয়ে আগামী শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে খেলতে পারবেন না মেসি ও আলবা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করা মেসির অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হতে পারে।

তবে মেসির না খেলার বিষয়ে ক্লাব কোচ হাভিয়ের মাচেরানো জানান, “খেলোয়াড়দের সব সময়ই কিছু না কিছু অস্বস্তি থাকে। বিশেষ করে যখন তারা তিন দিনে একবার করে ম্যাচ খেলে।”

তবে অল-স্টার ম্যাচে না খেলার সিদ্ধান্ত যে মেসিকে মাঠের বাইরে ঠেলে দেবে, সেটি নিশ্চিত ছিলই। এখন নিয়ম ভেঙে বিশ্রামের মূল্য দিতেই হচ্ছে তাকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আগামীকাল: এনসিপি

খবরের দেশ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল...