31.8 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

কেন তারা আমার পেছনে লেগেছে, আমি জানি না: শাবনূর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূরের নামে ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট থাকলেও তার নামে কোনো ভেরিফায়েড অ্যাকাউন্ট নেই। সম্প্রতি তার নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজ খোলা হয়েছে, যার মালিক নন শাবনূর। তবে ওই পেজে আসল শাবনূরের সব তথ্য ব্যবহার করা হয়েছে। পেজটি যারা নিয়ন্ত্রণ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আজ দুপুরে নিজের আইডি থেকে লাইভে আসেন শাবনূর। সেখানে তিনি বলেন, ‘আমার একটাই ফেসবুক আইডি। বাকীগুলো ভুয়া। আমি সবাইকে মন থেকে ভালোবাসি। আমার মনে কোনো কুটিলতা বা জটিলতা নেই। এটা আমার অভ্যাস। সেই জায়গা থেকে আমি আমার পেজ ভেরিফাইড করিনি। কিন্তু আমি জানি না কে বা কারা আমার পেছনে গেলেছে। কেনোই বা তারা শত্রুতা করছে সেটাও আমি জানি না।’

এর আগে পেজ ভেরিফায়েড প্রসঙ্গে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এটা প্রতারণার সামিল। এই চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও! যা আমরা কেউ জানি না। এমনকি যারা এই কাজটি করেছে, তাদের কাছে হয়তো বা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে। নইলে তো ভেরিফায়েড করতে পারতো না?’

শাবনূর বলেন, ‘আমার কাছের মানুষরা পেজের বিষয়ে জানানোর পর থেকে আমি চিন্তিত। আমি ফেসবুক ব্যবহার করতাম না। তখন আমার নামে অনেক ফেসবুক আইডি বানিয়েছিল, তা নিয়ে কিছু বলিনি। পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন কে আসল কে নকল। এরপর অনেকে আমাকে বলেছিল, আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করে রাখি। তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর, কে নকল। কারণ ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ।’

শাবনূর জানান, তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) শেষে এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন।

অভিনেত্রী বলেন, ‘এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেইনি। এখন মনে হচ্ছে ভেরিফায়েড করে নিলেই ভালো হতো। আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকে কেউ এই পেজ চালায়। এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে, এ ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন।’

বছর দুই আগে শাবনূরের নামে ফেক আইডি খুলে তার মৃত্যুর খবর ছড়িয়ে দেয়। এর আগে অভিনেত্রীর নামে একটি ফেক আইডি থেকে বিভিন্নভাবে প্রতারণা করা হয়েছিল। সে সময় নেটিজন এবং অনুরাগীদের সচেতন হওয়ার জন্য বলেছিলেন তিনি। ওই ঘটনার পর আবারও ফেসবুক নিয়ে বিপাকে অভিনেত্রী

- Advertisement -spot_img
সর্বশেষ

মাইলস্টোন খুলছে না আজ

খবরের দেশ ডেস্কঃ বিমান বিধ্বস্তের ঘটনার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসসহ পাঁচটি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। রোববার...