31.8 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

কবে আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

তিনি ‘কিং অব পপ’। মাইকেল জ্যাকসন। সংগীত জগতে এটি এমন একটি নাম, যা প্রজন্মের পর প্রজন্ম মনে রেখেছে সম্মানের সঙ্গে। শুধু পশ্চিমের দেশ নয়, সারা বিশ্বে মাইকেল জ্যাকসন আলো ছড়িয়েছেন। তিনি ফিরছেন রুপালি পর্দায়। প্রয়াত পপসম্রাটের জীবন অবলম্বনে হলিউডে তৈরি হচ্ছে বায়োপিক। ছবির নাম ‘মাইকেল’।

মাইকেল জ্যাকসন কীভাবে বিশ্বের কাছে নিজেকে ‘পপ কিং’ হিসেবে তুলে ধরলেন, এই বিশাল যাত্রায় কতটা কষ্ট করেছিলেন তিনি, কীভাবে সারা বিশ্বে নিজের প্রভাব বিস্তার করেছিলেন– সেসব কিছু দেখানো হবে এ সিনেমার মাধ্যমে। মোটকথা মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তারকা হয়ে ওঠার গল্প– সবকিছুই তুলে ধরা হবে এই ছবিতে।

লায়ন্সগেট প্রযোজিত এ ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তাঁর ভাতিজা জাফর জ্যাকসন। অ্যান্টইন ফুকুয়া পরিচালিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন জন লোগান।

কথা ছিল, গত এপ্রিলে মুক্তি পাবে এ ছবি। অবশেষে ২০২৬ সালের ২৪ এপ্রিল তারিখটি নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এ ছবি নিয়ে কথা চলছে। ছবিটি কবে মুক্তি পাবে, সেই প্রতীক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। ২০২৩ সাল থেকেই জল্পনা। ফের পিছিয়ে গেল ছবি মুক্তির তারিখ। বারবার কেন পিছিয়ে যাচ্ছে মুক্তির দিন?
হলিউডের কিংবদন্তি পপতারকার জীবন নিয়ে সাধারণ মানুষের উৎসাহ ও কৌতূহল অন্তহীন। মাইকেলের জীবনের সব থেকে চর্চিত দিকগুলো নিয়ে তৈরি হবে তাঁর বায়োপিক।

এ কথা আগেই ঘোষণা করেছিলেন ছবির নির্মাতারা। আর তাতেই নাকি আসছে বাধা। এ গায়কের বিরুদ্ধে জর্ডন চ্যান্ডলার ১৯৯৩ সালে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন। সেই সময় তিনি ছিলেন কিশোর। যদিও ছবির চিত্রনাট্যে মূলত জ্যাকসন এস্টেটের অনুমোদন নিয়ে চ্যান্ডলারের উল্লেখ ছিল। কিন্তু ছবির চূড়ান্ত সংস্করণ থেকে সেটি বাদ দেওয়ার জন্য একটি চুক্তি ছিল, তা প্রকাশ পাওয়ার পর ছবিটি পুনর্নির্মাণ করতে হয়।

সিনেমাটির শুটিং শেষ হয়ে গিয়েছিল ২০২৪ সালে, তবে পরে শুটিংয়ের বেশ কিছু অংশ বাদ দিয়ে আবার নতুনভাবে কাজ শুরু হয়। প্রথমে মনে করা হয়েছিল দুটি পর্বে এই সিনেমা দেখানো হবে। পরে সিদ্ধান্ত হয় দুটি পর্বে নয় বরং একটি পর্বেই মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের এ বায়োপিক।

এই ছবি জ্যাকসনভক্তদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ উপহার হতে চলেছে, যেখান থেকে তারা তাদের প্রিয় তারকার জীবনের অজানা অধ্যায়গুলো জানতে পারবেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মাইলস্টোন খুলছে না আজ

খবরের দেশ ডেস্কঃ বিমান বিধ্বস্তের ঘটনার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসসহ পাঁচটি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। রোববার...