31.8 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

রিয়ালকে টেক্কা দিতে মাঠে বার্সা ও বায়ার্ন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

লিভারপুলের ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে-কে ঘিরে ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে জমে উঠেছে উত্তাপ। সময়ের অন্যতম সম্ভাবনাময় সেন্টার-ব্যাককে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ, তবে তাদের সামনে এখন বড় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ।

প্রথমে রিয়ালের পরিকল্পনা ছিল, ২০২৫ সালে কোনাতের বর্তমান চুক্তি শেষে তাকে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে দলে টানা। তবে ক্লাবটি এখনই তাকে দলে ভেড়ানোর চিন্তা করছে। তারা কোনাতের জন্য ২৫ মিলিয়ন ইউরোর বেশি দিতে চায় না, যেখানে লিভারপুল তার দাম চেয়েছে ৫০ মিলিয়ন ইউরো। এখানেই শুরু হয়েছে মূল দর কষাকষি।

অন্যদিকে, কোনাতের সঙ্গে লিভারপুলের চুক্তি নবায়ন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও ক্লাব কর্তৃপক্ষ নতুন প্রস্তাব দিয়েছে, কোনাতে তাতে এখনো সায় দেননি। গুঞ্জন রয়েছে, তিনি অ্যানফিল্ড ছাড়তে চান।

এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বার্সা ও বায়ার্নের আগ্রহ। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, দুই ক্লাবই কোনাতেকে দলে নিতে চায়, তবে তার ট্রান্সফার ফি তাদের কাছেও বেশি মনে হচ্ছে।

সব মিলিয়ে, ইব্রাহিমা কোনাতে এখন ইউরোপের তিন ফুটবল পরাশক্তির নজরে। যদিও ব্যক্তিগতভাবে তিনি রিয়াল মাদ্রিদে যেতে আগ্রহী বলে জানা গেছে, তবে ট্রান্সফার ফি নিয়ে অনাগ্রহ এবং অন্য দুই ক্লাবের প্রবল আগ্রহে পুরো বিষয়টি জটিল হয়ে উঠেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি ভক্তদের বিশাল সুখবর দিল এএফএ Copied from: https://rtvonline.com/

খেলাধুলা ডেস্কঃ কাতার বিশ্বকাপের শিরোপা জিতে ফুটবল ক্যারিয়ারের পূর্ণতা পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু তার ভক্তদের চাওয়া আসন্ন ২০২৬ বিশ্বকাপেও খেলবেন...