Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
জাতীয় পার্টির (জাফর) মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন বলেছেন, একদিকে পিআর পদ্ধতি মানে এদেশের মানুষের সঙ্গে প্রতারণা, অন্যদিকে এনসিপি বর্তমান সরকারের কাছ থেকে অর্থনৈতিক সমস্ত সুবিধা নিয়ে দেশব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করছে। আবার এর মধ্যে দিয়ে মার্কিনিরা আমাদের ওপরে যে শুল্কনীতি চাপিয়ে দিয়েছে সেটাও চরম অমানবিক।
শনিবার শিশুকল্যাণ পরিষদে গণতান্ত্রিক ঐক্য বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, মনে রাখবেন– ঘোড়া ভালো, ডিম ভালো কিন্তু ঘোড়ার ডিম ভালো না। তেমনিভাবে জামায়াত ভালো ইসলাম ভালো কিন্তু জামায়াতে ইসলাম ভালো না।
পিআর পদ্ধতির বিরোধিতার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এই পিআর পদ্ধতি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চালু করা হয় তাহলে আওয়ামী দুঃশাসন এই দেশে আবার নেমে আসবে, আর এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সরকার হবে না, সেটা হবে দিল্লির সরকার। হাসিনার বিপদের সময় দিল্লি যে আশ্রয় দিয়েছে, তারই ঋণ শোধ করার জন্যই দেশ একটা ভারতীয় প্রজাতন্ত্রে পরিণত হবে।
জামায়াত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে তিনি বলেন, আমি তাদের অনুরোধ করে বলবো, আপনারা একটু ভাবেন যে- পিআর পদ্ধতি চালু হলে সবচেয়ে বেশি আসন পাবে বিএনপি। তার পরেই পাবে আওয়ামী লীগ। তবে হ্যাঁ জামায়াত, এনসিপি যদি চায় দেশে পিআর পদ্ধতি, তাহলে আপনারা নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা রাখেন এবং সংসদে গিয়ে আপনার মেজোরিটি দিয়ে আইন পাস করান। ড. মুহাম্মদ ইউনূসের ঘাড়ে বন্দুক রেখে পিআর পদ্ধতি এই বাংলাদেশে পাস হতে দেওয়া যাবে না।
গণতান্ত্রিক ঐক্যের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবি পার্টির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক শাহ আবদুর রহমান বলেন, পিআর পদ্ধতি সমাজ কাঠামোকে ভেঙে চুরমার করে দেবে। আমাদের পশ্চিমারা অনেক আগেই ব্রিটিশ কলোনিতে আবদ্ধ করে রেখেছে। আমাদের মুসলমানদের বিভক্ত করে রেখেছে। ইসলাম ধর্মকে ছোট ছোট দলে বিভক্ত করে ইসলামের নামে বিভাজন তৈরি করে দিয়েছে।