21.8 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

প্রকাশ্যে প্রযোজককে জুতাপেটা করে আলোচনায় রুচি গুজ্জার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনায় উঠেছেন বলিউড অভিনেত্রী রুচি গুজ্জার। কান চলচ্চিত্র উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকেট পরে নজর কাড়া এই অভিনেত্রী এবার একেবারে ভিন্ন কারণে শিরোনামে। মুম্বাইয়ের এক সিনেমা হলে প্রকাশ্যে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিং-কে জুতাপেটা করেন তিনি। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

ঘটনা ঘটেছে একটি স্পেশাল স্ক্রিনিং চলাকালে। দর্শকে ঠাসা প্রেক্ষাগৃহে রুচি ঢুকে পড়েন একদল বিক্ষোভকারীসহ। প্রযোজকের মুখে লাল ক্রস চিহ্ন আঁকা প্ল্যাকার্ড নিয়ে শুরু হয় স্লোগান ও হট্টগোল। হঠাৎই রুচি প্রযোজক করণকে জুতা দিয়ে মারতে শুরু করেন। উপস্থিত সবাই হতভম্ব হয়ে যান।

কেন এমন কাণ্ড?
রুচির অভিযোগ, গত বছর করণ চৌহান তাকে একটি হিন্দি ধারাবাহিকে সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দেন। ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’-এর নামে রুচি লাখ লাখ টাকা দেন, কথা ছিল ধারাবাহিকটি সোনি টিভিতে প্রচারিত হবে। কিন্তু এক বছর কেটে গেলেও কোনও কাজ শুরু হয়নি। উল্টো রুচির টাকায় বানানো হয়েছে ‘সো লং ভ্যালি’ নামের একটি সিনেমা, যা মুক্তি পাচ্ছে ২৭ জুলাই।

রুচির দাবি, টাকা ফেরত চাইলে চৌহান তাকে হুমকি দেন। তাই আর সহ্য না করে সিনেমা হলে গিয়েই ‘জুতার জবাব’ দেন। ইতোমধ্যে ২৫ লক্ষ রুপি প্রতারণার অভিযোগে করণের বিরুদ্ধে মামলা করেছেন তিনি এবং ব্যাংক লেনদেনের কাগজপত্র আদালতে জমা দিয়েছেন।

রুচির এই প্রতিবাদ ঘিরে বলিউডে চলছে তুমুল আলোচনা।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...