Your Ads Here 100x100 |
---|
এর মধ্যে জানা গেল, সিনেমাটিতে থাকছেন আরেক তারকা সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের একটি গান এমনটি জানিয়েছেন সিনেমাটির পরিচালক শিহাব শাহীন।
খুব শিগগির গানটির জন্য ভয়েস দেবেন তাহসান। গানের কথা, সুর ও সংগীতায়োজন কে করবেন তা এখনই জানাতে চান না নির্মাতা।
নির্মাতার ভাষ্য, যে গল্প নিয়ে সিনেমাটি করছি, এ রকম গল্প আগে দেখেনি দর্শক।
এর আগে তাহসান ও আফরান নিশোকে একসঙ্গে প্রথমবারের মতো দেখা গিয়েছিল ‘দ্বিতীয় কৈশোর’ ওয়েবে, ২০১৯ সালে। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েবে ছিলেন জিয়াউল ফারুক অপূর্বও।
অ্যাকশন, ড্রামা ও রোমান্সের মিশেলে ‘দাগী’ দিয়ে আসন্ন ঈদুল ফিতরে দুই বছর পর বড় পর্দায় ফিরবেন আফরান নিশো। এতে তার বিপরীতে রয়েছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়া রয়েছেন মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।