26.5 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫

ভারত-ইংল্যান্ড সিরিজের আগে নাটকীয়তা, গম্ভীর জড়ালেন বিতর্কে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ ম্যাচের আগে নতুন করে উত্তাপ ছড়াল। ওভাল মাঠে ভারতের অনুশীলনের সময় মাঠকর্মীদের সঙ্গে প্রকাশ্যে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর।

মঙ্গলবার অনুশীলনে মাঠে পৌঁছে অব্যবস্থাপনা দেখে অসন্তুষ্ট হন গম্ভীর। এরপর মাঠকর্মীদের সঙ্গে কথা বলার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, গম্ভীর রেগে গিয়ে চিৎকার করে বলেন, “আমাদের কী করতে হবে সেটা আপনারা বলতে পারেন না।”

তবে এখানেই শেষ নয়। গম্ভীর আঙুল উঁচিয়ে বারবার প্রতিবাদ করতে থাকেন। এমন পরিস্থিতিতে সহকারী কোচরা হস্তক্ষেপ করে গম্ভীরকে সরিয়ে নিয়ে যান। ঘটনার পর ওভালের মাঠকর্মীরা হুমকি দিয়েছেন, গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন।

এখনও স্পষ্ট নয়, মাঠের কোন ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন গম্ভীর। তবে ধারণা করা হচ্ছে, মাঠকর্মীরা ভারতীয় দলের অনুশীলন নিয়ে কিছু নির্দেশনা দেন, যা পছন্দ হয়নি গম্ভীরের।

এই বিতর্ক শেষ টেস্টের আগে দুই দলের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। এর আগেও গম্ভীরের বিতর্কিত অতীত রয়েছে। আইপিএলে কোহলির সঙ্গে বিবাদ, কিংবা খেলার সময়ে আফ্রিদি ও আকমলের সঙ্গে বচসা—সবই প্রমাণ করে, উত্তপ্ত পরিস্থিতিতে গম্ভীরের মাথা গরম হয়ে যেতে পারে।

শেষ টেস্ট নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। এর আগে কোচের এই বিতর্ক ভারতীয় শিবিরে বাড়তি চাপ তৈরি করতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

খবরের দেশ ডেস্কঃ গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতিকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায়...