Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আর মাত্র এক দিন বাকি, তারপরই মুক্তি পেতে চলেছে বিজয় দেবেরাকোন্ডার নতুন ছবি ‘কিংডম’। কিন্তু মুক্তির আগেই এই ছবির টিকিট বিক্রি ঘিরে তৈরি হয়েছে রীতিমতো তাণ্ডব!
ট্রেলার প্রকাশের পর থেকেই ‘কিংডম’ ঘিরে দর্শকমনে উন্মাদনা তৈরি হয়েছিল। এবার সেই আগ্রহ দেখা যাচ্ছে টিকিট বিক্রিতে। অনলাইনে বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়েছে ৩০ হাজারেরও বেশি টিকিট।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, দেশের প্রায় সব বড় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মে ‘কিংডম’ এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে। যদিও বিজয় দেবেরাকোন্ডার সাম্প্রতিক কয়েকটি ছবি তেমন সাড়া ফেলতে পারেনি, তবে ‘কিংডম’ তার ক্যারিয়ারে নতুন মোড় আনতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও ছবিটির অগ্রিম টিকিট বিক্রি বেশ ভালো। বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহ দেখে আগামী ৩০ জুলাই আয়োজিত হতে চলেছে এক বিশাল প্রিমিয়ার শো।
‘কিংডম’ একটি গ্যাংস্টার-ড্রামা ছবি, যেখানে দুই ভাইয়ের সম্পর্ক, আবেগ, সংঘাত আর প্রতিশোধের কাহিনি তুলে ধরা হয়েছে। ছবির সংলাপ, আবহ সংগীত এবং অ্যাকশন দৃশ্য ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
সিতারা এন্টারটেইনমেন্টস-এর ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিন্নানুড়ি। মুক্তির আগেই বক্স অফিসে যে ‘কিংডম’ ঝড় তুলেছে, তা এখনই স্পষ্ট।