Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘সাইয়ারা’ দেখে আবেগে ভাসছে তরুণ সমাজ। অহন পাণ্ডে ও অনীত পদ্দার অভিনীত এই প্রেমকাহিনি যেন ছুঁয়ে গেছে একাধিক হৃদয়। শুধু সিনেমা হলেই নয়, সোশ্যাল মিডিয়াতেও এখন একটাই নাম—‘সাইয়ারা’।
গুগল সার্চ ট্রেন্ড বলছে, ছবিটি মুক্তির পর থেকেই সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে ‘সাইয়ারা’ শব্দের অর্থ। অনেকেই ভাবছেন, এটি হয়তো ‘প্রিয়তমা’ বোঝায়। কিন্তু বাস্তবতা ভিন্ন। উর্দু ভাষায় ‘সাইয়ারা’ শব্দের অর্থ হচ্ছে “একটি শান্ত অথচ উজ্জ্বল নক্ষত্র”—যে নক্ষত্র একাকী নিজের কক্ষপথে ঘোরে, কিন্তু নিজের আলোয় আলোকিত করে গোটা আকাশ।
পরিচালক মোহিত সুরি এই নাম বেছে নিয়েছেন প্রেমের চিরন্তনতা বোঝানোর জন্য। বলিউডের ‘আশিকী-২’-এর পর এত আবেগঘন প্রেমের গল্প অনেকদিন পর দেখল দর্শক। জেন জি থেকে শুরু করে কলেজপড়ুয়া, সবার চোখেই এখন ‘সাইয়ারা’র জল।
সম্প্রতি ভোপালে এক দর্শকের কান্নাভেজা রিঅ্যাকশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা প্রমাণ করে এই ছবির আবেগ কতটা গভীরে পৌঁছেছে।
সমালোচকদের মতে, ‘সাইয়ারা’ নতুন যুগের প্রেমের সিনেমা, যা দর্শকদের ভেতর লুকিয়ে থাকা একাকীত্ব, বেদনা ও ভালোবাসাকে নাড়া দিয়েছে।