26.3 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

রাজনীতি নাকি সিনেমা—কোন পথে হাঁটছেন ঋত্বিকা সেন?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক:

রাজনীতিতে পা রাখতে চলেছেন ঋত্বিকা সেন—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। বিধানসভা নির্বাচনের প্রচারে তার অংশগ্রহণ নিয়ে ছিল জোর জল্পনা। তবে ২১ জুলাইয়ের রাজনৈতিক জমায়েতে তার অনুপস্থিতি সেই গুঞ্জনে খানিকটা জল ঢেলে দিয়েছে। ফলে নতুন করে প্রশ্ন উঠেছে—রাজনীতির ময়দানে নামা কি পিছিয়ে দিলেন ঋত্বিকা, না কি পুরো বিষয়টাই ছিল গুজব?

এই প্রশ্নের মধ্যেই ঋত্বিকাকে দেখা গেল নতুন একটি থ্রিলার সিনেমার মহরত অনুষ্ঠানে। আতিউল ইসলামের পরিচালনায় ‘মহরত’ নামের এই ছবিতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা মীর। ছবিতে আরও অভিনয় করছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, অনিন্দিতা সোম এবং দেবরাজ ভট্টাচার্য।

ছবির গল্পে দেখা যাবে, প্রথম দিন শুটিং চলাকালীন খুন হন এক জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা মুখার্জি। রহস্যময় এই হত্যাকাণ্ডের তদন্তে মুখ্য ভূমিকা নেয় মিডিয়া। এখানেই আসে ঋত্বিকার চরিত্র ‘মোহর’—একজন সাহসী রিপোর্টার, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হয় না।

ঋত্বিকা জানান, “মোহর চরিত্রটি খুব শক্তিশালী। সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এবং সত্য উদঘাটনে সাহসিকতার সঙ্গে এগিয়ে যায়।”

ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে চলতি বছরই প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।

রাজনীতিতে আসা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু না জানালেও, আপাতত সিনেমাকেই প্রাধান্য দিচ্ছেন ঋত্বিকা।

- Advertisement -spot_img
সর্বশেষ

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে। তবে পাইলট...