29 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

গুহামানব রূপে আমির খান: চমকপ্রদ প্রচারণা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারও আলোচনার শীর্ষে। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় এক গুহামানবের বেশে দেখা যায় তাঁকে। লম্বা চুল-দাড়ি, উষ্কখুষ্ক ভ্রু আর অদ্ভুত পোশাক দেখে পথচারীরা হতবাক। অনেকেই ভেবেছিলেন, হয়তো ‘পিকে টু’ সিনেমার প্রচার চলছে! তবে পরে জানা যায়, এটি মূলত একটি কোমল পানীয় ব্র্যান্ডের বিজ্ঞাপনের অংশ, যেখানে নিজেই নতুন চমক দিতে নেমেছিলেন আমির।

এই কৌশল যে আমিরের নিজস্ব পরিকল্পনা, তা সহজেই অনুমেয়। চরিত্রের গভীরে প্রবেশ করা তাঁর অন্যতম বৈশিষ্ট্য, আর এই বিজ্ঞাপনচিত্রেও সেই স্বভাবের প্রতিফলন ঘটেছে। ভক্তদের চমকে দিতে ও বিজ্ঞাপনের প্রতি আগ্রহ তৈরি করতেই এমন অভিনব পরিকল্পনা করেছেন তিনি।

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর বড়পর্দায় আর দেখা যায়নি আমিরকে। যদিও তিনি ‘লাপাতা লেডিস’ প্রযোজনা করেছেন, কিন্তু অভিনয় থেকে দূরেই ছিলেন। এবার সেই বিরতিও শেষ হতে চলেছে। নিজেই জানিয়েছেন, তিনি ছয়টি নতুন প্রকল্প নিয়ে ব্যস্ত, যার মধ্যে অন্যতম ‘সিতারে জামিন পার’।

‘তারে জামিন পার’-এর এই সিক্যুয়েল আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে। এটি আমিরের বহুল প্রশংসিত সিনেমারই এক নতুন অধ্যায়। তবে বাকি পাঁচটি প্রকল্প সম্পর্কে এখনও রহস্য রেখে দিয়েছেন তিনি। তিনি কোনটিতে অভিনয় করছেন আর কোনটি প্রযোজনা করছেন, সেটিও জানাননি। তবে এটি স্পষ্ট যে, তিনি এখন নতুনভাবে নিজের ক্যারিয়ারকে গড়ে তুলতে চাইছেন।

৬০-এর কোঠায় পৌঁছে নিজের ক্যারিয়ারের শেষ দশকে প্রবেশ করেছেন আমির। একসময় মনে হয়েছিল, হয়তো এবার বিদায় বলবেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক উল্টো! বরং নতুন উদ্যমে ছয়টি নতুন প্রকল্প হাতে নিয়ে ফিরে আসছেন তিনি। তাঁর মতে, এখন কাজের কোনো সীমাবদ্ধতা রাখা যাবে না, বরং যতটা সম্ভব নতুনত্ব আনতে হবে।

ভক্তদের ভালোবাসা আমিরের প্রতি বরাবরই অটুট, আর আমিরও যেন সেই ভালোবাসার মর্যাদা দিতেই তৈরি হচ্ছেন নতুনভাবে। কাজের প্রতি তাঁর নিষ্ঠা, চরিত্রে গভীর মনোযোগ এবং নতুনত্বের প্রতি ভালোবাসাই তাঁকে বলিউডের অন্যতম সেরা অভিনেতায় পরিণত করেছে।

এখন শুধু অপেক্ষা, কবে আমির তাঁর নতুন সিনেমাগুলোর পর্দা উন্মোচন করেন, আর আমরা আবারও তাঁর অভিনয়ের যাদুতে মোহিত হই!

আমির খানের প্রতিটি পদক্ষেপ ভক্তদের মনে নতুন উদ্দীপনা জাগায়। তাঁর আসন্ন সিনেমাগুলো নিয়ে ইতোমধ্যেই জল্পনা-কল্পনার ঝড় উঠেছে। সিনেমা জগতের এই স্বপ্নদ্রষ্টার নতুন প্রকল্পগুলো কি আবারও ইতিহাস গড়বে? উত্তর জানার জন্য অপেক্ষায় পুরো বলিউড।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

কী অবস্থা মাগুরার সেই শোকার্ত গ্রামটির।

প্রায় আট দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে পরাজিত হওয়া মাগুরার আট বছর বয়সী শিশুটির বাড়িতে এখনো শোকের ছায়া।...