26 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটে এশিয়ার প্রতিনিধিত্বে ভারত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্কঃ

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। এ আসরে ১২৮ বছর পর ক্রিকেট ফিরছে অলিম্পিকের মঞ্চে। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের ক্রিকেট আসরে অংশ নেবে ছয়টি দল। গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি মহাদেশ থেকে একটি করে দেশ সরাসরি খেলবে এই আসরে।

এশিয়া থেকে খেলবে ভারত, ওশেনিয়া অঞ্চল থেকে অস্ট্রেলিয়া। আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপ অঞ্চল থেকে অংশ নেবে গ্রেট ব্রিটেন। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র আগে থেকেই নিশ্চিত।

এই তালিকায় এশিয়ার শক্তিশালী দল পাকিস্তান এবং ওশেনিয়ার নিউজিল্যান্ডকে না রাখায় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (ICC) বার্ষিক সভায় মহাদেশীয় ভিত্তিতে অলিম্পিক ক্রিকেট আয়োজনের প্রস্তাবে সম্মতি দেওয়ার পর বিষয়টি সামনে আসে।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) ‘গ্রেট ব্রিটেন’ নামে দল গঠনে কাজ করছে। স্কটল্যান্ডকেও অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা চলছে। ক্যারিবিয়ান অঞ্চলের দল ওয়েস্ট ইন্ডিজেরও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত আইসিসি আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারী দলগুলোর তালিকা প্রকাশ করেনি।

নারী ক্রিকেটেও থাকবে ছয়টি দল। তবে কোন দেশগুলো খেলবে তা নির্ধারিত হবে আগামী বছর অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...