30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

হামজার অভিষেকের আগে বিশাল এক ধাক্কা খেল দেশের ফুটবল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

হামজা চৌধুরীর অভিষেকের অপেক্ষায় আছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে শিলংয়ে অনুষ্ঠেয় এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেড তারকার।

তবে এর আগেই বড় এক দুঃসংবাদ পেল বাংলাদেশ। দলটির নিয়মিত মুখ বিশ্বনাথ ঘোষ ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য। ২০২৪-২৫ মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামতে পারবেন না, কারণ তার সাম্প্রতিক অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। যার ফলে আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের তৃতীয় (চূড়ান্ত) রাউন্ডের ম্যাচে খেলতে পারবেন না তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের নিপু। শুক্রবার সাংবাদিকদের তিনি জানান, ‘তার (বিশ্বনাথ) পুনর্বাসন আগামী সপ্তাহে শুরু হবে। সে কত দ্রুত সুস্থ হয়ে উঠবে, তার ওপরই নির্ভর করছে তার ফেরার সময়।

তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত নই যে সে এই মৌসুমে আর খেলতে পারবে কি না। আর খেলতে পারলেও, কয়টা ম্যাচ খেলতে পারবে বা কতটুকু সময় মাঠে থাকতে পারবে, তা অনিশ্চিত।’

 

 

জাতীয় দলের নিয়মিত সদস্য বিশ্বনাথ ঘোষ গত বছরের সেপ্টেম্বরে ভুটানে আন্তর্জাতিক সফরের সময় হাঁটুর চোট পান। এরপর ডিসেম্বরে ব্যাংককে তার অস্ত্রোপচার হয় এবং বর্তমানে কিংসের ফিজিও আবু সুফিয়ান সরকারের অধীনে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।

বিশ্বনাথ নিজের অবস্থা নিয়ে বলেন, ‘আমি যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই, কারণ আমি অনেক দিন ধরে ফুটবলের বাইরে আছি। তবে কবে ফিরতে পারব, তা আমি জানি না।

- Advertisement -spot_img
সর্বশেষ

হেরে যাওয়ার পর দর্শকের ওপর তেড়ে গেলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : আজকের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটি ছিল শুধুমাত্র একটি খেলা নয়, বরং একটি মর্যাদার লড়াই।...