Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
গণপূর্ত অধিদপ্তরের দর তপশিল (রেট শিডিউল) পর্যালোচনার জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (উন্নয়ন অনুবিভাগ-১) আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে রয়েছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি; বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি; সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা শাখা-২) এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির কার্যপরিধিতে উল্লেখ রয়েছে- এই কমিটি দর তপশিলের আইটেমের দর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা যাচাইপূর্বক দ্রুত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। কমিটি প্রযোজনা সদস্য কো-অপ্ট করতে পারবে।