32.6 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

ক্রিকেটারদের ফিটনেসের উন্নতিতে খুশি কেলি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্কঃ

সামনে ব্যস্ত সময় কাটাবে টাইগার ক্রিকেটাররা। তাই ফিটনেস পরীক্ষার অংশ হিসেবে একদিন আগেই জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন জাতীয় দলের ক্রিকেটাররা। অ্যাথলেটিক্স ট্র্যাকে ১৬০০ মিটার দৌড়সহ বিভিন্ন শারীরিক সক্ষমতা দেখান খেলোয়াড়রা। এই ক্যাম্পে তরুণ পেসার নাহিদ রানা ও তানজিম হাসান সাকিবদের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি।

১৬০০ মিটারের দৌড়ে ২২ ক্রিকেটারের মধ্যে সেরা হয়েছেন নাহিদ রানা। সময় লেগেছে মাত্র ৫ মিনিট ৩১ সেকেন্ড। দ্বিতীয় স্থানে ছিলেন তানজিম সাকিব, যার সময় ছিল ৫ মিনিট ৫৩ সেকেন্ড। তাদের প্রশংসায় আজ কেলি জানান, ‘টাইম ট্রায়ালে প্রায় ১২ জন খেলোয়াড় নিজেদের সেরা টাইমিং করেছে। নাহিদের পারফরম্যান্স অসাধারণ। দলের সবাই উন্নতির চেষ্টা করছে।’

ফিটনেস টেস্টে ক্রিকেটারদের মোটিভেশন নিয়েও প্রশংসা করেন কেলি। তার ভাষায়, ‘ক্রিকেটাররা খুব মোটিভেটেড। ওরা সবাই প্রচণ্ড পরিশ্রমী এবং নিজেদের সেরা বানাতে চায়। আমি কখনো আমাদের খেলোয়াড়দের কাছ থেকে ফিটনেস নিয়ে কোনো অভিযোগ পাইনি। তারা পুরোপুরি যুক্ত হয়েছে, উন্নতির চেষ্টা করছে, এবং তাদের এনার্জি ও উৎসাহ দারুণ।’

টাইম ট্রায়াল বেছে নেওয়ার কারণ হিসেবে কেলি বলেন, ‘এটার ফল নিয়ে কম বিতর্ক হয়। যখন আপনি ইয়ো-ইয়ো বা বিপ টেস্ট করান, কখনো কখনো খেলোয়াড়েরা খুব অল্পের জন্য পিছিয়ে যায়, কিন্তু তখন তাদের থামিয়ে দিয়ে বলাটা কঠিন হয়ে যায় যে তোমার টেস্ট শেষ। টাইম ট্রায়ালে ভালো জিনিস হচ্ছে, ঘড়ি মিথ্যা কথা বলে না। আমার অভিজ্ঞতা হচ্ছে, যারা ইয়ো ইয়ো বা বিপ টেস্টে পাস করে, তারা টাইম ট্রায়ালেও জেতে। যারা ওখানে (বিপ বা ইয়ো ইয়ো) ভালো না, তারা এখানেও (টাইম ট্রায়াল) না।’

২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর থেকেই কেলি নিয়মিত ফিটনেস ডেটা সংগ্রহ করছেন। তবে ঘন ম্যাচসূচির কারণে সবসময় পর্যাপ্ত ফিটনেস ট্রেনিং করানো সম্ভব হয় না বলে আক্ষেপ করেন তিনি।

এই ক্যাম্পের ফিটনেস অংশ চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে স্কিল ট্রেনিং। ২০ আগস্ট থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রস্তুতি ক্যাম্প। সেখানেই ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শান্তির আড়ালে ট্রাম্পকে ধোঁকা দিয়ে পূর্ব ইউক্রেনে দখল বাড়াতে চাইবেন পুতিন !

আন্তর্জাতিক ডেস্ক : আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে ইউক্রেনে উদ্বেগ বাড়ছে।...