27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয়ী হলো মেসির উত্তরসূরীরা!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে আর্জেন্টিনা ৪-৩ ব্যবধানে উরুগুয়েকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নিল। শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচটি ছিল উত্তেজনায় ভরা, যেখানে প্রতিটি মুহূর্তে ছিল নাটকীয়তা।

ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনার দাপট দেখা গেলেও, শেষদিকে উরুগুয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। প্রথম গোলটি আসে প্রথমার্ধের শেষ দিকে। ম্যাচের ৩৮তম মিনিটে আর্জেন্টিনার ক্লওদিও এচেভেরি দুর্দান্তভাবে গোল করেন। ক্যারিজোর পাস থেকে গোলটি আদায় করে নেন তিনি, উরুগুয়ের দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে।

যোগ করা সময়ে, আবারও ক্যারিজো আক্রমণে উঠে এচেভেরিকে পাস দেন এবং তার পেনাল্টি এরিয়া থেকে জালে বল জড়ান। এতে আর্জেন্টিনা ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে আরও একবার আর্জেন্টিনা নিজেদের আধিপত্য প্রকাশ করে। ৫২তম মিনিটে ক্যারিজো ফের একবার গোল করেন। তিন ডিফেন্ডারকে ড্রিবল করে দ্রুত গতিতে বক্সে ঢুকে ৩-০ ব্যবধানে এগিয়ে যান আর্জেন্টিনা।

উরুগুয়ে প্রথম গোলটি পায় ৬০তম মিনিটে, হোয়াকিন লাভেগা আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন। তবে আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকার ক্যারিজো আবারও উরুগুয়েকে চাপে ফেলে। ৬৯তম মিনিটে আর্জেন্টিনার ৪-১ গোলের লিড আরও মজবুত হয়ে ওঠে। তবে উরুগুয়ে হাল ছাড়েনি। ৭৫তম মিনিটে লাভেগা আরেকটি গোল করে ব্যবধান ৪-২ করেন এবং ১১ মিনিট পর পিকার্দো ৪-৩ গোল করে ম্যাচটি আরও রোমাঞ্চকর করে তোলে।

তবে, শেষের দিকে আর কোন চমক দেখাতে পারেনি উরুগুয়ে। ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনা ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

ফাইনাল পর্বের আগে আর্জেন্টিনা চিলিকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল, এবং দুটি জয় নিয়ে তাদের পয়েন্ট হয়ে ৬। একই পয়েন্ট নিয়ে ব্রাজিলও শিরোপার দৌড়ে রয়েছে। বর্তমানে, দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় যুব ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনা ও ব্রাজিল শিরোপার জন্য নিজেদের অবস্থান মজবুত করেছে।

এবার, উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনা শিরোপার জন্য ফাইনাল পর্বে একে অপরের বিপক্ষে লড়াই করবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...