19.6 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

আইজ্যাককে আর দেখা যাবে না নিউক্যাসলের জার্সিতে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা :
সুইডিস স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার আইজ্যাক ধরেই নিয়েছেন নিউক্যাসল ইউনাইটেডে তার ক্যারিয়ার শেষ। দলবদলের দরজা বন্ধ হওয়ার মধ্যে তিনি ক্লাব ছাড়তে পারলে ভালো। তা যদি সম্ভব নাও হয় নিউক্যাসলের জার্সি তিনি আর পরবেন না।
আইজ্যাক নিউক্যাসলের জার্সিতে প্রাক মৌসুমের কোন প্রীতি ম্যাচও খেলেননি। তিনি ক্লাবটির দলেরও বাইরে আছেন। ওদিকে তাকে দলে নিতে মুখিয়ে আছে লিভারপুল। ক্লাবটি ১২০ মিলিয়ন ইউরোর রেকর্ড দামের প্রস্তাবও দিয়েছে। কিন্তু ওই দামে নিউক্যাসল তাকে বিক্রি করতে আগ্রহী নয়।
নিউক্যাসলের সঙ্গে আইজ্যাকের দ্বন্দ্বের শুরু গত মৌসুম চলাকালেই। তার সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তি আছে ম্যাগপাইদের। আইজ্যাক সৌদি মালিকানায় যাওয়া ক্লাবটিতে থাকতে চেয়েছিলেন। দলটির মূল তারকা হয়ে ওঠা স্ট্রাইকার ক্লাবকে চুক্তি নবায়ন করে বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন।
কিন্তু আর্থিক স্বচ্ছ্বতা নীতির কথা বলে চুক্তি নবায়ন সম্ভব নয় বলে জানিয়ে দেয় ক্লাব। এরপর আইজ্যাকও ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেন। কিন্তু ক্লাব ছাড়ার বিষয়ে নিউক্যাসল আবার সমঝোতাও করছে না। তারা লিভারপুলের কাছে আইজ্যাকের দাম ২০০ মিলিয়ন ইউরো চেয়ে বসে আছে। যেটা আবার অল রেডসরা দিতে আগ্রহী না।
পরিস্থিতি যা দাঁড়িয়েছে আইজ্যাকের অবস্থা ভিক্টর ওসিমহেনের মতো হতে পারে। গত মৌসুমে নাপোলি ছাড়তে মরিয়া ছিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। কিন্তু ক্লাব পর্যায়ে দাম নিয়ে সমঝোতা না হওয়ায় তাকে বিক্রি করেনি ইতালিয়ান ক্লাবটি।
ওদিকে ক্ষুব্ধ ওসিমহেন নাপোলির জার্সিতে খেলতেও রাজী ছিলেন না। দলটির কোচ অ্যান্তোনি কন্তেও তাকে দলে ফেরাননি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলবদলের দরজা বন্ধ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তুর্কি ক্লাব গালাতাসারায়ে ধারে চুক্তি করেছিলেন তিনি। চলতি দলবদলের মৌসুমে যা স্থায়ী চুক্তিতে পরিণত হয়েছে। আইজ্যাককে দলে নেওয়ার লড়াইয়ে এখন পর্যন্ত লিভারপুল ছাড়া কোন ক্লাবই নেই।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...