33.3 C
Dhaka
শনিবার, আগস্ট ১৬, ২০২৫

আন্ধার’ সিনেমায় সিয়ামের সঙ্গে তুষি !

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 বিনোদন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী এবার এক ভিন্ন স্বাদের সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন। নাম ‘আন্ধার’—যেখানে রহস্য, ভয় আর অজানার মিশেলে দর্শকদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর এক যাত্রা। আগামী মাসেই শুরু হবে শুটিং, আর নির্মাতা জানিয়েছেন, এবার সিনেমাটি মুক্তি পাবে দুই ঈদ ছাড়াই।
গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন, শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন সিয়াম আহমেদ ও চঞ্চল চৌধুরী—যাদের অভিনয় মানেই দর্শকদের জন্য এক আলাদা প্রত্যাশা।
সবচেয়ে বড় চমক হলো অভিনেত্রী নাফিজা তুষি। এতদিন তার নাম নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা, অবশেষে নিশ্চিত হলো—প্রথমবার বড়পর্দায় সিয়ামের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। এর আগে ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন তুষি। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সিন্ডিকেট’ প্রজেক্টে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন।
তুষি বর্তমানে চরিত্র বা গল্প নিয়ে কিছু জানাতে চাননি। তার ভাষায়—
“একজন আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলে দিতে পারে না। কিছু নিয়মের ভেতরে থাকতে হয়। আপাতত কিছু বলব না, যা বলার টিম বা ডিরেক্টর বলবেন।”
রাফীর আগের সিনেমাগুলো যেমন আলোচিত হয়েছে, তেমনই ‘আন্ধার’ নিয়েও প্রত্যাশা তুঙ্গে। এখন দেখার বিষয়—ভৌতিক ধাঁচের এই গল্পে সিয়াম-তুষির রসায়ন আর চঞ্চল চৌধুরীর উপস্থিতি কতটা নতুন অভিজ্ঞতা এনে দেয় ঢালিউডের দর্শকদের জন্য।
আপনার কি মনে হয়—‘আন্ধার’ হতে পারে বছরের সেরা ভৌতিক সিনেমা
- Advertisement -spot_img
সর্বশেষ

পুতিনকে মেলানিয়ায় দেয়া ব্যক্তিগত চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

খবরের দেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি দিয়েছেন। ইউক্রেন...