- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক:
কেয়ার্নসে প্রথম ওয়ানডের আগে দলের সঙ্গে মাঠে এলেন কাগিসো রাবাদা। তবে সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপে দেখা গেল না তাকে। কিছুক্ষণ পরই এলো হতাশার খবর— অ্যাঙ্কেলের চোটে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
মঙ্গলবার ম্যাচ শুরুর ঠিক আগে সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
৩০ বছর বয়সী এই পেসার সিরিজের আগে টি-টোয়েন্টি দলে নিয়মিত খেললেও কবে, কীভাবে চোট পেয়েছেন সে বিষয়ে কিছু জানায়নি বোর্ড।
তবে ১৬৪ ওয়ানডে উইকেট শিকারি রাবাদা দলের সঙ্গেই থাকবেন অস্ট্রেলিয়ায়। পুনর্বাসন প্রক্রিয়ায় নজর রাখবেন দলের চিকিৎসকরা।
তার অনুপস্থিতিতে আগেই স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ বাঁহাতি পেসার কোয়েনা মাফাকা।

