27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

চার দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

চার দফা দাবিতে শাহবাগের সড়কে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের বক্তব্য, তারা সেখান থেকে লংমার্চ করে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যাবেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে তারা ঢাকার জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়।

সিরাজগঞ্জ সরকারি ম্যাটসের শিক্ষার্থী এবং ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক মো. আহসান হাবিব জানান, এর আগে গত ২২ জানুয়ারি শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন তারা। তখন স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের দাবির বিষয়ে আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

“আমাদের বলা হয়েছিল, ৭ দিনের মধ্যে দাবিগুলো পূরণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত কেবল একটি চিঠি ইস্যু করা হয়েছে, বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ১৬ বছর ধরে আমাদের নিয়োগ ও কর্মসংস্থান নেই। এ কারণে আবার রাস্তায় নেমেছি। এখান থেকে লংমার্চ করব, তবে গন্তব্য এখনো নির্ধারিত নয়,” বলেন আহসান হাবিব।

চার দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
চার দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, “ম্যাটস শিক্ষার্থীরা এখনো পুরো সড়ক বন্ধ করেনি, তবে যে কোনো সময় করতে পারে।”

এরপরই আন্দোলনকারীদের কেউ কেউ শাহবাগের মূল চত্বরে অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ ব্যারিকেড তালা দিতে চাইলে উত্তেজিত হয়ে ওঠেন ম্যাটস শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ পিছু হটলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ আন্দোলনের কারণে আশেপাশের এলাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এখনো অবস্থান নিয়ে আছেন।

চার দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
চার দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

ম্যাটস শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবিগুলো হলো— দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সংযোজন, চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতা-সহ এক বছরের ইন্টার্নশিপ, প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা।

এই দাবিতে শিক্ষার্থীরা ক্লাসবর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এরই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন তারা।

বর্তমানে দেশে ১৬টি সরকারি ও ৫১টি বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল রয়েছে। তিন বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজের সুযোগ পেয়ে থাকেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...