27 C
Dhaka
বুধবার, আগস্ট ২০, ২০২৫

রাজত্বে ফিরলেন মহারাজ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খেলাধুলা ডেস্ক:

ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন মহারাজ।

রাজা আগেও ছিলেন কেশব মহারাজ, তবে পারফরম্যান্সের অবনতির কারণে হারিয়েছিলেন সিংহাসন। দারুণ পারফরম্যান্সে সেই রাজত্ব আবারও ফিরে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার।

আজ ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরেছেন মহারাজ। বাঁহাতি স্পিনারের কাছে জায়গা হারিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার মহীশ তিকশানা।

২ ধাপ এগিয়ে ৬৮৭ রেটিংয়ে এখন মহারাজ শীর্ষে। এতে এক ধাপ করে অবনতি হয়েছে তিকশানা (২) ও কুলদীপ যাদবের (৩)।  শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই। 

মহারাজ রাজত্ব পুনরুদ্ধার করেছেন কীর্তি গড়ে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল প্রোটিয়াদের ৯৮ রানের জয় এনে দেওয়ার ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। তাতে প্রথমবার ক্যারিয়ারে ৫ উইকেট নিয়েছেন তিনি। কেয়ার্নসে ৩৩ রানে ৫ উইকেট নেন। 

২০২৩ সালের নভেম্বরে প্রথম ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেন মহারাজ।

পরে তাকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। 

বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে জেডন সিলসেরও। ১৫ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার। ক্যারিবিয়ান পেসারের মতো ১৫ ধাপ উন্নতি হয়েছে আবরার আহমেদেরও। তবে পাকিস্তানের স্পিনারের অবস্থান ৩৯ নম্বরে।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন ভারতের শুবমান গিল। আর অলরাউন্ডারে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। 

অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি হাঁকানো দেওয়াল্ড ব্রেভিস ৯ ধাপ এগিয়েছেন। সংক্ষিপ্ত সংস্করণে এখন ১২ নম্বরে আছেন তিনি। ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়া সিরিজ হারলেও ব্যক্তিগত উন্নতি হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শের। ১০ ধাপ এগিয়ে ৩০ নম্বরে আছেন ম্যাক্সওয়েল। আর ৪ ধাপ এগিয়ে ২৫ নম্বরে আছেন অধিনায়ক মার্শ। শীর্ষে আছেন অভিষেক শর্মা।

বোলারদের র‌্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ৯ম স্থানে উঠেছেন নাথান এলিস। তার সতীর্থ জশ হ্যাজলউড ২ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন। শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। ৭১৭ রেটিংয়ে শীর্ষে আছেন জ্যাকব ডাফি। অলরাউন্ডারের চূড়ায় আছেন হার্দিক পান্ডিয়া।

- Advertisement -spot_img
সর্বশেষ

কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গুলি করে জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মী হত্যার মামলায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেফতার...