28 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

ম্যাচ থেকে অর্জিত লভ্যাংশ গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের জন্য দান করা হবে : নরওয়ে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অভিনব সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে অর্জিত লভ্যাংশ গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের জন্য দান করা হবে।
নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস বলেন, ‘দীর্ঘদিন ধরে গাজার সাধারণ মানুষের ওপর একতরফা আক্রমণ চলছে। প্রতিদিন প্রাণহানি ঘটছে, মানুষ মানবিক সেবার জন্য হাহাকার করছে। এই পরিস্থিতিতে আমাদের নীরব থাকা সম্ভব নয়। তাই আমরা গাজায় মানবিক ত্রাণ ও জরুরি সেবা কার্যক্রম চালানো সংগঠনগুলোকে সহায়তা করব।’
আগামী সপ্তাহ থেকে শুরু হবে নরওয়ে–ইসরায়েল ম্যাচের টিকিট বিক্রি। তবে এই টিকিট বিক্রি থেকে কত আয় হতে পারে তা এখনো নির্ধারিত হয়নি। ম্যাচটিকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথাও জানিয়েছে নরওয়ে ফেডারেশন। নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় পুলিশ ও উয়েফা একসঙ্গে কাজ করবে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর নরওয়ের রাজধানী অসলোতে উল্লেভাল স্টেডিয়ামে। স্টেডিয়ামে মোট ২৬ হাজার দর্শক ধারণক্ষমতা থাকলেও বাড়তি নিরাপত্তার কারণে প্রায় তিন হাজার টিকিট কম ছাড়া হবে বলে জানা গেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...