জাতীয় সামার অ্যাথলেটিক্সে নারী ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করলেন সুমাইয়া দেওয়ান।। জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (২২ আগস্ট) সেরা হওয়ার পথে সুমাইয়ার টাইমিং ছিল ১২ দশমিক ১৯ সেকেন্ড। ২০২২ সালে প্রথমবারের মতো ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছিলেন সুমাইয়া। জাতীয় স্টেডিয়ামে আজ সেই মুকুট পুনরুদ্ধার করলেন এই অ্যাথলেট।
তবে এ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।
মেয়েদের ১০০ মিটার শেষ হওয়ার পর প্রথমে শিরিনকে দ্রুততম মানবী ঘোষণা করা হলেও পরে বলা হয়, ফটোফিনিশে নাকি প্রথম হয়েছেন সুমাইয়া। জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের কাছে এই সিদ্ধান্তের প্রতিবাদও জানিয়েছিলেন শিরিন। নানা বিতর্কের পর শেষ পর্যন্ত সুমাইয়াকেই দ্রুততম মানবী ঘোষণা করেন বিচারকেরা।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হলেন সুমাইয়া।
১২ দশমিক ২১ সেকেন্ড টাইমিং করে দ্বিতীয় হয়েছেন শিরিন। তৃতীয় হয়েছেন শরিফা খাতুন, তার টাইমিং ১২ দশমিক ৪১ সেকেন্ড।