18 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

হাদিসুর রহমান:
বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে আফ্রিদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এবং হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
শুনানির সময় আদালতে রাষ্ট্রপক্ষ তার ৭ দিনের রিমান্ড চাইলে আসামিপক্ষ জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার (২৪ আগস্ট) রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় তার বাবা নাসির উদ্দিন সাথীকে, যিনি একই মামলার ২২ নম্বর আসামি। পরে আদালত তারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. আসাদুল হক বাবু। এ ঘটনায় তার বাবা জয়নাল আবেদীন গত ৩০ আগস্ট হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। ওই মামলার ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...