25 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫

কুবির সিএসই বিভাগের উদ্যোগে রিজিওনাল প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম রিজিওনাল প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের ৪০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগীরা নির্দিষ্ট সময়ে বিভিন্ন জটিল অ্যালগরিদম ও প্রোগ্রামিং সমস্যার সমাধান প্রদানে অংশ নেন।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পায়ের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান।
প্রধান অতিথি বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, আমি প্রথমেই দূঃখ প্রকাশ করছি কারণ এতো সুন্দর একটা প্রোগ্রাম একটা ভাড়া করা  অডিটোরিয়ামে করতে হচ্ছে। ২০২৭ সালের মধ্যেই তোমাদের নতুন ক্যাম্পাসে প্রায় ১ হাজার ধারণ ক্ষমতা বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি করা হবে।২০২৬ সালেই ৪ টি হল ও চারটি একাডেমিক ভবন উদ্বোধন করা হবে। তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো ছাত্র তাই তোমাদের বলা যায় সবচেয়ে ভালো মানুষ। আমার একটাই সাজেশন তোমাদের জন্য তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো মানুষ হও।

প্রতিযোগিতা শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠান, বিজয়ীদের  পুরস্কার প্রদান, নবীন বরণ ও প্রবীণ বিদায়ের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

শীতের তীব্রতায় কাঁপছে কুড়িগ্রাম, দুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠী

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- দিন যতই গড়াচ্ছে, ততই বাড়ছে কুড়িগ্রামে শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া...