24 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫

সিরাজগঞ্জে বাইচের নৌকা ও পিকনিক নৌকার সংঘর্ষ, নিহত ২

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিন চালিত পিকনিকের নৌকার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান।
নিহতরা হলেন, বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের শাহেব আলীর ছেলে রহিজ উদ্দিন (৪৩) ও একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।
আহতদের উদ্ধারের পর উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি রাকিবুল হাসান বলেন, সন্ধ্যায় পিকনিকের লোকজনদের বহন করা একটি ইঞ্জিনচালিত নৌকা দহকুলা সেতুর কাছে পৌঁছালে সেখানে থাকা একটি বাইচের নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি তলিয়ে গিয়ে সেটিতে থাকা লোকজন পানিতে ডুবে যায়।
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করলেও দুইজন নিখোঁজ ছিলেন। পরে গভীর রাতে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...