- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিন চালিত পিকনিকের নৌকার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান।
নিহতরা হলেন, বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের শাহেব আলীর ছেলে রহিজ উদ্দিন (৪৩) ও একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।
আহতদের উদ্ধারের পর উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

