Your Ads Here 100x100 |
---|
রবির ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ (Binge)-এ আসছে নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’, নন্দিত নির্মাতা ভিকি জাহেদের নতুন এই ওয়েব ফিল্মের মিউজিক ভিডিও ও ট্রেলার অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে । আগামী ১৮ ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি ।
আজ ১০ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর তেজগাঁও-লিস্ক রোডের শান্তা ফোরামে ট্রেলার রিলিজ অনুষ্ঠানে জানানো হয় মিউজিক ভিডিও প্রকাশের পর ব্যাপক সারা পরেছে । রবীন্দ্রনাথ ঠাকুরের কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া গানে মেহজাবীন চৌধুরি ও আহমেদ রেহানের অভিনয় মন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের । নীল সুখ কে ঘিরে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে।
নির্মাতা ভিকি জাহেদ বলেন এবার নিখাদ ভালোবাসার গল্প নিয়ে এসেছি । এটা গতানুগতিক ভালোবাসার গল্পের থেকে আলাদা । তবে কিভাবে আলাদা সেটা ‘নীল সুখ’ দেখলে জেনে যাবেন ।
অভিনেত্রী মেহেজাবিন বলেন বিঞ্জ-এ এটি আমর তৃতীয় কার ও নির্মাতা ভিকি জাহেদের সাথেও তৃতীয় কাজ এর আগেরকার কাজ সুপারহিট ছিল তিনি আশাবাদী তৃতীয়তা ও সুপারহিট হবে ।
নীল সুখের অন্যতম অভিনেতা ফররুখ আহামেদ রেহান বলেন ,”এ বছরের ভ্যালেন্টানের সেরা গল্প হতে যাচ্ছে এটা”।
ভিকি জাহেদের নৈপুণ্যতায় দর্শককে বিমোহিত করে রাখবে ‘নীল সুখ’। এখন সুধু অপেক্ষা ১৮ ফেব্রুয়ারির, ভালোবাসার মাসে ভালোবাসার গল্প ‘”নীল সুখ” মুগ্ধ করবে দর্শকদের।