18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

সিইসির সঙ্গে সাক্ষাতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এ্যান জ্যাকবসন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে আজ সোমবার দুপুর ২টা থেকে বৈঠকটি শুরু হয়। বৈঠকে আরও উপস্থিত রয়েছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মি. জেমস স্টুয়ার্ট এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে আলোচনার কথা রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করে ইসি। ইসি সচিব আখতার আহমেদ নিজে নিচ তলায় প্রবেশ পথে দূত ট্র্যাসি অ্যান জ্যাকবসনকে অভ্যর্থনা জানান। তার নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল মার্কিন প্রতিনিধি দলকে সিইসির দপ্তরে নিয়ে আসেন।
এর আগে গত বৃহস্পতিবার সিইসির সঙ্গে ট্র্যাসি এ্যান জ্যাকবসন-এর বৈঠকটি হওয়ার কথা ছিল। ওইদিন নির্বাচন ভবন সংলগ্ন আগারগাঁও মোড়ে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধের কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছিল।
‎গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই হচ্ছে মার্কিন দূতাবাসের সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের প্রথম বৈঠক।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...