| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দ্রুত জুলাই গণহত্যার বিচার করতে বাড়ানো হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রাইব্যুনাল-২-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব কার্যক্রম চলমান রয়েছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় টিনশেডে বর্তমানে ট্রাইব্যুনাল-২’র বিচার কাজ চলছে।
সংস্কার কাজ পরিদর্শনকালে আসিফ নজরুল ছাড়াও আরও উপস্থিত ছিলেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম এইচ তামিমসহ অন্যান্য কর্মকর্তারা।

