খবরের দেশ ডেস্ক :
শাওন বলেন, ‘৬ মাসের সম্পর্কের মধ্যে সে (টয়া) জেনেছে আমি কোন কোন দেশে যেতে হয়। কত দিন থাকতে হয়। যাওয়ার প্রক্রিয়া কী। গেলে কোথায় থাকি। ফ্রি কোনো টিকিট পাই কি না। পাইলে বছরে কতটা ফ্রি টিকিট পাই। আমি তাকে সবই বুঝিয়ে বলি। এ ছাড়া আমরা ডিসকাউন্টে টিকিট পাই। সেই টিকিট নিয়েই টয়া একদিন জানতে চায় টিকিট পেলে কারা যেতে পারেন।’
শাওন কথাগুলো বলার সময় তাঁর দিকে তাকিয়ে হাসতে থাকেন টয়া। তিনি কথার মাঝে জানান, আগ্রহ থেকেই এসব জানতে চেয়েছিলেন। এবার কারা যেতে পারে সেই প্রশ্নের উত্তরে শাওন বলতে থাকেন, ‘ফ্রি টিকিট পেলে মা, বাবা, সন্তান ও স্ত্রী যেতে পারে। স্ত্রী বলার পরে ওর চোখটা বড় হয়ে গেছে। তখনই আমি বুঝছি এই মেয়ে বিয়ের জন্য ইয়েস বলবে।’ তখন পাল্টা টয়া বলেন, ‘আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করি নাই।’