30 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভার্জিনিয়ার বাসিন্দা ও কাউন্সেলর পদমর্যাদার ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের জন্য ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি’ পদে মনোনীত করা হয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগে সিনেটের অনুমোদনের জন্য যে তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম।

ক্রিস্টেনসেনের পাশাপাশি হোয়াইট হাউস আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে মনোনয়ন দিয়েছে। ক্যালিফোর্নিয়ার ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুনঃ চীন সমর্থন দিচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে

তিনিও ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি’ মর্যাদা পাবেন এবং একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও দায়িত্ব পালন করবেন।

ফ্লোরিডার সার্জিও গরকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। ফ্লোরিডারই স্টেফানি হ্যালেটকে বাহরাইনে, মিসৌরির উইলিয়াম লংকে আইসল্যান্ডে এবং আইওয়ার জেমস হোল্টসনাইডারকে জর্ডানে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

১৮ বছর পর  রাওয়ালপিন্ডিতে প্রোটিয়াদের ঐতিহাসিক জয়

খবরের দেশ ডেস্ক : দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটাল দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে টেস্ট...