জুলাই আন্দোলনের সময় গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম গত ২৪ আগস্ট তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন বুধবার ধার্য করেন। এদিন শুনানিকালে সিদ্দিককে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
আসামিরপক্ষে তার আইনজীবী এসএম শরীফুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, তিনি একজন নাট্যকর্মী। দীর্ঘদিন নাট্যাঙ্গনের সঙ্গে জড়িত। ভালো অভিনয় করেন। অনেকে তাকে পছন্দ করে। একটি দলের হয়ে নমিনেশন চেয়েছিলেন। কোনো দলের সঙ্গে জড়িত না।, পোস্ট-পদবি নেই। তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়। একটি মামলায় (হত্যাচেষ্টা) উচ্চ আদালতে থেকে তিনি জামিন পেয়েছেন। তার রিমান্ড বাতিণ করে জামিনের প্রার্থনা করছি।