18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

মেসির শেষ ম্যাচে থাকবেন পুরো পরিবার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
৩৮ বছর বয়সেও মাঠে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। চোটে পড়ে মাঝে মাঝে মাঠের বাইরে যেতে হলেও ফিরেই আলো ছড়ান তিনি। তবে এবার আবারও জোরালো হয়েছে তার অবসরের গুঞ্জন। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরেই সেই আলোচনা বাড়ছে।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় বুয়েনস আয়ার্সের এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। গুঞ্জন উঠেছে, এটিই হতে পারে মেসির বাছাইপর্বে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ। সাবেক গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি অবশ্য চান না মেসি এত তাড়াতাড়ি বিদায়ের সিদ্ধান্ত নিক। তিনি বলেন, “মেসি এখনই কোনো সিদ্ধান্ত নেবে বলে মনে করি না। আমরা কেউই তার বিদায়ের জন্য প্রস্তুত নই।”
ইন্টার মায়ামির হয়ে খেলার পর মেসি নিজেও ভেনেজুয়েলা ম্যাচকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন সবাই থাকবে এই ম্যাচে। তবে এরপর কী হবে, জানি না।’ ভেনেজুয়েলার পর ১০ সেপ্টেম্বর আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর, সেখানেও মেসি খেলবেন।
২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। কাতার বিশ্বকাপের পর থেকেই শোনা যাচ্ছে, ২০২৬ আসর দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি। তবে সাম্প্রতিক চোট, বয়স আর ২০৩০ সালের বিশ্বকাপের সময় ৪০ পেরোনোর বাস্তবতা সামনে রেখেই তিনি কী সিদ্ধান্ত নেবেন, সেটিই এখন দেখার বিষয়।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন আর্জেন্টাইন সুপারস্টার। ইন্টার মায়ামির হয়ে জিতেছেন ২০২৩ লিগস কাপ ও ২০২৪ সাপোর্টার্স শিল্ড। তবে সাম্প্রতিক সময়ে তৃতীয় শিরোপার সুযোগ হাতছাড়া হয়েছে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...