গতকাল সন্ধ্যায় বিশ্বরং এর আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্রে গিয়েছিলেন কোণা ল । পরে ফেসবুকে বেশ কয়েকটি ঝমকালো ছবি কোণা ল তার ফেসবুকে ছবি শেয়ার করে লিখেন- ‘এই আয়োজনে আজ দারুন সময় পার করলাম।
বিপ্লব সাহা দাদার উদ্যোগে, সারা দেশ থেকে আসা উদ্যোক্তাদের চমৎকার সব দেশীয় পণ্য দেখার সুযোগ হলো। দারুন এই মেলা চলবে আরো ২দিন, বিশ্ব সাহিত্য কেন্দ্রে। দলে-বলে পরিবার নিয়ে ঘুরে আসুন সবাই।