- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
পর্দায় দীঘি ছাড়া আর কারো মা হতে চান না বলে জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি একটি প্রত্রিকার ‘কথায় কথায় বহুদূর’ শিরোনামের একটি অনুষ্ঠানে শাবনূরের বরাতে এমনটা জানিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি।
শাবনূরের সঙ্গে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘১ টাকার বউ’ সিনেমায় অভিনয় করেছিলেন দীঘি। ছবিটিতে দীঘিকে শাবনূরের মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল এবং ছবিটির জন্য সে বছর শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান দীঘি।
সে প্রসঙ্গ টেনে প্রার্থনা ফারদিন দীঘি বলেন, শাবনূর আন্টি তো আমাকে এখনো মেয়ে ডাকে। কিছুদিন আগেই উনার সঙ্গে কথা হয়েছিল। তখন উনাকে বলছিলাম, তোমার সঙ্গে কি আর সিনেমা করব না? এরপর উনিও বলতেছিলেন, ‘কেন করব না! তোর সঙ্গে ছোটবেলাতেই ছবি করেছি, এখন কেন করব না! অবশ্যই করব।’
এরপর শাবনূরকে আবারও একসঙ্গে সিনেমার করার কথা বললে এর উত্তরে শাবনূর দীঘিকে বলেন, ‘শোন, তুই এখন নায়িকা হয়ে গেছিস, আমার তো আর নায়িকা হওয়ার বয়স নেই।

