- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
হাসপাতালের বেডে ব্যান্ডেজে মোড়ানো শরীর। মাথায় টোপর। পাশে দাঁড়িয়ে প্রিয় মানুষটি—অমৃতা। পুরোহিতের মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে পানপাতায় মুখ ঢেকে স্বামীর চারপাশে প্রদক্ষিণ করছেন তিনি। উলুধ্বনি আর হাসি-আনন্দের মধ্যে এক ব্যতিক্রমী বিয়ের সাক্ষী হলো মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতাল।
দুর্ঘটনার ব্যথা, হাসপাতালের গন্ধ কিংবা ব্যান্ডেজ—কিছুই ভালোবাসাকে থামাতে পারেনি। অরবিন্দ সাহার ছেলে আনন্দ সাহা আর অমৃতা সরকারের ভালোবাসা জয় করেছে সব প্রতিকূলতাকে।
তাঁর দুই হাত ও একটি পা ভেঙে যায়, কোমরে লাগে প্রচণ্ড আঘাত। এখনো তিনি বিছানা থেকে উঠতে পারেন না; চলাফেরাতেও পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল।
প্রিয়জনের এমন সংকটময় সময়ে পাশে থাকার সিদ্ধান্ত নেন অমরিতা। তাই দুই পরিবারের আলোচনায় বিয়ের আয়োজন এগিয়ে আনা হয়।
গত বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালের হলরুমেই সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
আফরোজা বেগম জেনারেল হাসপাতালের মেডিক্যাল অ্যান্ড ইউনিট প্রধান সিরাজুল ইসলাম বলেন, ‘রোগীর নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা মেনেই হাসপাতালে বিয়ের আয়োজন করা হয়েছিল। অল্পসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। এতে অন্য কোনো রোগীর স্বাস্থ্যসেবায় কোনো ব্যাঘাত ঘটেনি।’

