16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

গজারিয়ায় পুলিশের ওপর হামলা চালানো ডাকাতরা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
গজারিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত নৌ ডাকাত নয়ন ও পিয়াসসহ কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নয়ন ও পিয়াস দেশে ফিরলে তাদের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার। নৌ ডাকাত গ্রুপ সম্পর্কে আমরা আগের থেকেই জানি। তাদের কাছে থানা থেকে লুট করা অস্ত্র থাকতে পারে। এগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর।”
তিনি আরও জানান, গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্পকে স্থায়ী রূপ দিতে কাজ চলছে, যাতে স্থানীয় জনগণের নিরাপত্তা দীর্ঘমেয়াদে নিশ্চিত করা যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নৌ ডাকাত গ্রুপ সম্পর্কে আমরা আগের থেকেই জানি। তাদের কাছে থানা থেকে লুট করা অস্ত্র থাকতে পারে, সেগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর। ক্যাম্পটি স্থায়ী করার জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত নৌ ডাকাত নয়ন ও পিয়াসসহ কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা দেশে ফিরলে তাদের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নৌ ডাকাত গ্রুপ সম্পর্কে আমরা আগের থেকেই জানি। তাদের কাছে থানা থেকে লুট করা অস্ত্র থাকতে পারে, সেগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর। ক্যাম্পটি স্থায়ী করার জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
মুন্সীগঞ্জের আলু চাষিদের দুর্দশা নিয়ে সাংবাদিকেরা জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আলু চাষিরা যেন ন্যায্যমূল্য পান, সেজন্য আলুর দাম নির্ধারণ করা করা হয়েছে। এর পর হিমাগার থেকে আলু বের হচ্ছে না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-  পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।
গত ২২ আগস্ট জামালপুর গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। পরে ২৫ আগস্ট অস্থায়ী ক্যাম্প-সংলগ্ন মেঘনা নদীতে পুলিশকে লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা। এ ঘটনায় ২৬ আগস্ট গজারিয়া থানায় নৌ ডাকাত পিয়াসকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করা হয়। এ মামলায় নয়নের বড়ভাই রিপনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...