18 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কুবি সংবাদদাতা :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদার সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমের সভাপতিত্বে ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।
আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, অন্যান্য নবী-রাসূলগনের উম্মতেরা তাদের নবী-রাসুলদেরকে আল্লাহর সাথে তুলনা করতো বা সমকক্ষ মনে করতো। কিন্তু এটা করা যাবে না। আল্লাহর সাথে রাসূলের তুলনা করা যাবে না। এটা শিরক। রাসূলকে ভালোবাসতে হবে। তার চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। রাসূলের যুগে সাহাবিগণ রাসূলকে আমাদের থেকে বেশি ভালোবাসতো। কিন্তু আল্লাহকেও আরো বেশি ভালোবাসতো।
আলোচনা ও দোয়া মাহফিলে নবী করিম (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষণীয় দিক ও মানবকল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরবর্তীতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...