- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বাসভবনে শনিবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১২টার দিকে ১০–১৫ জন মুখোশ ও হেলমেটধারী ব্যক্তি মই বেয়ে ভেতরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি ও জানালা ভাঙচুর করে। বাড়ির লোকজন চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায় এবং বাইরে থেকে ইট ছুড়ে বাড়ির আরও ক্ষতি সাধন করে।
গাড়িচালক মো. লিটন বলেন, গেট বন্ধ থাকায় ৩ জন মুখোশধারী মই দিয়ে দেশীয় অস্ত্রসহ বাড়িতে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে। তারা পেট্রোল ব্যবহার করে গাড়িগুলো পুড়িয়ে দিতে চেয়েছিল। বাইরে যারা ছিল তারা প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করে।