17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

২ ঘন্টা পর মহাখালী সড়ক ছেড়ে দিল পরিবহন শ্রমিকরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাজধানীর মহাখালীতে সড়কে আড়াআড়ি করে বাস রেখে অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে করে মহাখালীসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সড়কের দুই পাশে আড়াআড়ি করে বাস রেখে তারা সড়ক বন্ধ করে দেন।

রোববার বেলা সোয়া ৩ টার দিকে তারা সড়ক ছেড়ে দেন বলে জানিয়েছেন ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান।

এর আগে বেলা দেড়টার দিকে সড়কের দুইপাশে আড়াআড়ি করে বাস রেখে পরিবহন শ্রমিকরা সড়ক বন্ধ করে দেন; তাতে তীব্র যানজট দেখা দেয়।

ট্রাফিক পুলিশের কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “আমরা পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, মালিক ও শিক্ষার্থীদের নিয়ে বসেছিলাম। উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হলে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।”

এর আগে উভয়পক্ষের মধ্যে আলোচনা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টার কথা জানিয়েছিলেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার।

(ওসি) মো. রাসেল সরোয়ার জানান, ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের ঝামেলা হয়। এরপর চালক-শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতনরা বৈঠকে বসেন। এর মধ্যে একতা পরিবহনের ৭-৮টি বাস শিক্ষার্থীরা আটকে দেন। এর জেরে চালক-শ্রমিকরা সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ করে দিয়েছেন।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

তিনি জানান, পরিবহন শ্রমিকরা মহাখালী রেলগেট থেকে নাবিস্কো পর্যন্ত বিভিন্ন স্থানে আড়াআড়ি করে বাস রেখে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছেন।ওসি আরও জানান, এ অবস্থা নিরসনে শ্রমিক নেতা ও তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ আলোচনা করছে।

ট্রাফিক গুলশান বিভাগ ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, মহাখালী টার্মিনাল এরিয়ায় পরিবহন মালিক শ্রমিক কর্তৃপক্ষ মহাখালীতে দুই পাশে রাস্তা বন্ধ করে দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ নিয়োজিত আছে।

এদিকে সড়ক বন্ধ করে দেওয়ায় বনানী থেকে তেজগাঁও পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারীরা। অনেকেই বাস থেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...