18 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

ডাকসু নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিতর্কে ছাত্রদলের ভিপি প্রার্থী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে শুরু থেকেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিয়ম ভেঙে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এই কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন। কেন্দ্রের বাইরে আবিদের কর্মী-সমর্থকদের প্রচারপত্র বিলি করতে দেখা যায়, যা নিয়ে কয়েকজন নারী ভোটার প্রতিবাদ জানান।
এ বিষয়ে আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “আমরা ভোট চাইছি না, শুধু ব্যালট নম্বরসহ লিফলেট বিতরণ করছি। এত প্রার্থীর মধ্যে শিক্ষার্থীদের পক্ষে সব নম্বর মনে রাখা সম্ভব নয়।”
তবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোনো প্রার্থী ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন না এবং কেন্দ্র থেকে ১০০ মিটারের মধ্যে প্রচারপত্র বিতরণও নিষিদ্ধ।
এদিকে ভোটকেন্দ্রের কাছেই বুথ স্থাপন ও টেবিল বসিয়ে কার্যক্রম চালাচ্ছেন ছাত্রদল নেতাকর্মীরা।
সকাল ১০টার দিকে কার্জন হল কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আবিদুল ইসলাম খান বলেন, “ভোটটা উদযাপন করতে চাই, অভিযোগ করতে চাই না।”
ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই তিনি শারীরিক শিক্ষা কেন্দ্রের ভেতরে গিয়েছিলেন। তবে বিশ্ববিদ্যালয় প্রার্থীদের জন্য কোনো পরিচয়পত্র না করায় কিছু হলে প্রবেশে সমস্যা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...