ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টিএসসিতে অবস্থিত রোকেয়া হল কেন্দ্রে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন শিক্ষার্থীরা।
কেন্দ্রপ্রধান অধ্যাপক নাসরিন সুলতানা জানান, ভোটগ্রহণ শুরুর প্রথম এক ঘণ্টায়ই প্রায় ৭৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি বলেন, “আমাদের কেন্দ্রে ১৯টি বুথে ভোট নেওয়া হচ্ছে। প্রতিটি বুথে গড়ে প্রায় ৪০ জন করে ভোট দিয়েছেন। কিছু বুথে ৩৬টি আবার কোনো কোনো বুথে ৪৫টি ভোটও পড়েছে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, যদি এই গতি অব্যাহত থাকে তবে নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হয়ে যেতে পারে।
এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫ জন। এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার প্রায় ৪০ হাজার।
ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টা ১০ মিনিটে। এর আগে সকাল পৌনে ৮টার দিকে সাংবাদিকদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করা হয়। সকাল ৮টার আগেই প্রায় দুই শতাধিক শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে ছিলেন।
প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে রোকেয়া হলের শিক্ষার্থী সাউদিয়া ইসলাম খান পাশা বলেন, “প্রথমবার ডাকসুর ভোট দিলাম। অনেকটা এমসিকিউ পরীক্ষার মতো মনে হচ্ছিল, তাই একটু ভয়ও কাজ করছিল। তবে ভোট দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছি।”