18 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

সুষ্ঠু ভোট হলে ফলাফল যা-ই হোক তা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিব

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সুষ্ঠু ভোট হলে ফলাফল যা-ই হোক তা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাকিব জানান, বুথের তুলনায় পর্যাপ্ত পোলিং এজেন্ট না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। তিনি অভিযোগ করেন, একজন ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়ার ঘটনাও ঘটেছে।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল ৭টার দিকে ব্যালট বাক্সগুলো কেন্দ্রে পৌঁছায় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে সেগুলো উন্মুক্ত করে সিলগালা করা হয়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এবারের ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী লড়ছেন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ১৮ হাজার ৯০২।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...