18 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

ডাকসু’তে ভোটগ্রহণ শেষ, ফলাফলের দিকে নজর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
এবার ডাকসুতে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যদিকে ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে রয়েছেন ১,০৩৫ জন প্রার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ জানান, দুপুর ৩টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। চারটার পরও লাইনে থাকা শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে।
ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) নির্বাচন পর্যবেক্ষকরা বলেন, ছোটখাটো অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটের পরিবেশ ভালো ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ভোট দিচ্ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তারা জানান, দু-একটি ব্যত্যয় দেখা গেছে, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা ছিল। শিক্ষার্থীরা প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ এবং ১০০ মিটারের বাইরে ভোটার স্লিপ বিতরণের নিয়ম সম্পর্কে কিছু বিভ্রান্তি থাকলেও সবকিছু মিলিয়ে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...