21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

তাড়াইলে গ্রাম আদালতের আয়োজনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

প্রতিনিধি,তাড়াইল (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের তাড়াইলে কমিউনিটি পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা মূলক ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে-চলো যাই গ্রাম আদালতে’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে
উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদ চত্বরে কমিউনিটি পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা মূলক ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বাংলাদেশ গ্রাম আদালতের আয়োজনে সচেতনতামূলক প্রদর্শনী, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভুঁইয়া সভাপতিত্বে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর হাবিবুর রহমান ভুঁইয়ার সঞ্চালনায় প্রাথমিক, মাধ্যমিক ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে উন্মুক্ত প্রশ্নোত্তর ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে দিগদাইড় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য এসময় উপস্থিত ছিলেন।
১০ জন প্রতিযোগির মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সভাপতি আশরাফ উদ্দিন ভুঁইয়া বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গঠনে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। তাই আসুন গ্রাম আদালত সম্পর্কে নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি।
আগত শিক্ষার্থীরা জানান, এরকম অনুষ্ঠান থেকে আমরা অনেককিছু জানতে শিখতে পারছি।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...