জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তার গণনা শুরুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “মীর মশাররফ হোসেন হলের ব্যালট দিয়ে ভোট গণনা শুরু হয়েছে। গণনা শেষ করতে ভোর পর্যন্ত সময় লেগে যেতে পারে।”
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে একসাথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্রদল মনোনীত প্যানেল সংবাদ সম্মেলন করে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরবর্তীতে আরও অন্তত চারটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী একই অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ান।