সম্প্রতি হামলার শিকার হয়েছেন গ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এই ঘটনার প্রতিবাদে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে দলটি।
রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র ফারুক হাসান বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নিলে আমরা রাজপথে কঠোর কর্মসূচিতে যাব। সেই কর্মসূচি কতটা কঠিন হতে পারে, সেটি তখনই বলব যখন আমরা রাজপথে নামবো।”
তিনি অভিযোগ করেন, সরকার নুরের ওপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিশন করলেও ৩০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে, যা আসলে প্রতারণামূলক সময়ক্ষেপণ। ফারুক হাসানের দাবি, গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতেই নুরকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে, তবুও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, নুরকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার ব্যাপারে গড়িমসি করছে সরকার। শুরুতে সিঙ্গাপুরের নাম বলা হলেও পরে বিভিন্ন দেশের নাম ঘুরছে, যা সরকারের সদিচ্ছার ঘাটতি প্রমাণ করে।
এদিকে নুরের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফারুক হাসান জানান, শনিবার রাতে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরীক্ষা-নিরীক্ষায় নাক ও চোয়ালের নতুন জটিলতা, আংশিক পক্ষাঘাত এবং লিভারে আঘাতজনিত সমস্যা ধরা পড়েছে। বর্তমানে তিনি কেবল তরল খাবার খেতে পারছেন। চিকিৎসকদের পরামর্শে নুরকে আরো কিছুদিন হাসপাতালে রাখা হবে।