27.6 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

বাংলাদেশ ভ্রমণে ঝুঁকি, সতর্কতা জারি কানাডার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

বাংলাদেশ ভ্রমণে নিজেদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কানাডার। বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ভ্রমণে হলুদ সতর্কতা চিহ্ন জারি করা হয়েছে, অর্থাৎ উচ্চমাত্রায় সতর্ক থাকতে হবে। আর পার্বত্য তিন জেলায় (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) লাল সতর্কতা চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ এ অঞ্চলগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডার নাগরিকদের উদ্দেশে বলা হয়, বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ, হরতাল-অবরোধসহ যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, যা পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের ঝুঁকি উল্লেখ করে যেকোনো ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে কানাডা।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...