ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্যে করার কারনে ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে জামায়াতে ইসলামী। তাকে জানানো হয়েছে— রাজনৈতিক বা বিতর্কিত বিষয়ে প্রকাশ্যে আর কোনো মন্তব্য করা যাবে না।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির হামজা বলেন, সংগঠনের দুই কেন্দ্রীয় দায়িত্বশীল তাকে সরাসরি বলেছেন, মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন তিনি কোরআনের তাফসিরের মধ্যেই সীমাবদ্ধ থাকেন। “আমি সিদ্ধান্ত নিয়েছি, তাফসির ছাড়া আর কিছু বলব না,” জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল নিয়ে দেওয়া মন্তব্য প্রসঙ্গেক হামজা বলেন, “সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুল করে মুহসিন হলের নাম বলেছি। এটা মুখ ফসকে হয়েছে। এজন্য দুঃখিত। ছাত্রলীগের সময়ে জুলুম-অত্যাচারের গল্প শুনেছিলাম, সেটাই বলেছি। কিন্তু এভাবে বলা উচিত হয়নি। আগামীতে আরও সতর্ক থাকব।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে দেওয়া বক্তব্য নিয়েও সমালোচনার মুখে পড়েছেন এই বক্তা। এ বিষয়ে তিনি বলেন, “আমি তো জাহাঙ্গীরনগরে পড়েছি। তখন যা হতো, সেটাই বলেছি। এখন অনেকে বলছে, বোতলে পানি খেত। যদি তাই হয়ে থাকে, আমি দুঃখিত। ওয়াজে তুলনা করতে গিয়ে ভুল হয়ে গেছে।”
ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য নিয়েও ব্যাখ্যা দিয়েছেন আমির হামজা। তার ভাষায়, “মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়েই কথাটা বলেছিলাম। এজন্য ক্ষমা চেয়েছি, আর কখনো বলব না। কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখিত।”
তিনি আরও দাবি করেন, অতীতে আওয়ামী লীগ আমলে জেলখানায় নির্যাতনের কারণে এখনো পুরোপুরি সুস্থ নন। এজন্য দীর্ঘ বক্তব্য দিতে গিয়ে ভুলভ্রান্তি হয়ে যায়।